বাংলা দরখাস্ত লেখার নিয়ম | আবেদন পত্র লেখার নিয়ম

বাংলা দরখাস্ত লেখার নিয়ম 2022 | আবেদন পত্র লেখার নিয়ম

জীবনের প্রয়োজনে আমদেরকে বিভিন্ন সময় দরখাস্ত বা আবেদন পত্র লেখার প্রয়োজন হয়। বিশেষ করে অন্যের সাহায্য, সহযোগিতা বায়না এবং চাকরি নেওয়ার ক্ষেত্রে। কিন্তু দরখাস্ত কিভাবে লিখতে হয় তা অনেকেরই অজানা। আপনি যদি বাংলা ভাষায় দরখাস্ত লেখার নিয়ম বা আবেদন পত্র লেখার নিয়ম সম্পর্কে জানতে চান, তবে এই আর্টিকেলটি আপনার জন্যই।

যে কোনো কিছুরই একটি নির্দিষ্ট নিয়ম রয়েছে। ঠিক তেমনী ভাবে দরখাস্ত লেখার ক্ষেত্রেও একটি নির্দিষ্ট নিয়ম ফলো করতে হয়। ছাত্র জীবনে আমরা প্রায় সকলেই এই বিষয়ে পড়াশোনা করেছি।

তবে সময়ের আবর্তনে আমরা অনেকেই হয়ত এই বিষয় গুলো ভুলে গেছি। সত্যিকার অর্থে আমাদের কারোর দরখাস্ত সবসময় লেখার প্রয়োজন হয় না। তাই ভুলে যাওয়াটাই স্বাভাবিক।

তবে আপনি যদি আমাদের এই আর্টিকেলটি পড়েন, তবে হলফ করে বলতে পারি আপনি আবারো নতুন করে দরখাস্ত বা আবেদন পত্র লেখার নিয়মটি সহজেই মনে করতে পারবেন, অথবা নতুন করে শিখতে পারবেন। 

আমরা সকলেই জানি, দরখাস্ত বা আবেদন পত্র একই জিনিস। যারা জানেন না তারা এটা মনে রাখুন যে, ’চাকরির আবেদন পত্র’ আর ’চারকির দরখাস্ত’ এই দু’টি শব্দের উদ্দেশ্য এক।

যাইহোক, চলুন এবার জেনে নিই বাংলা দরখাস্ত বা আবেদন পত্র লেখার নিয়ম সম্পর্কে। উদাহরণ স্বরূপ দরখাস্তের কিছু নমুনাও নিচে তুলে ধরা হলো। 

বাংলা দরখাস্ত লেখার নিয়মাবলী 

আবেদন পত্র বা দরখাস্ত লেখার জন্য সাধারণত ৭ টি বিষয় ফলো করতে হয়। যেমন-

  1. শুরুতেই তারিখ লিখতে হবে।
  2. ’প্রাপক বারবর’ বিষয়টি উল্লেখ করতে হবে।
  3. প্রতিষ্ঠানের নাম উল্লেখ করতে হবে।
  4. আবেদন পত্র বা দরখাস্তের বিষয় উল্লেখ করতে হবে।
  5. দরখাস্তের বিষয় সম্পর্কে সুস্পষ্টভাবে লিখতে হবে।
  6. দরখাস্তকে মঞ্জুর বা গ্রহণ করার জন্য প্রাপককে অনুরোধ করতে হবে।
  7. দরখাস্তের শেষাংশে নিবেদক হিসেবে আপনার সংক্ষিপ্ত পরিচয় দিতে হবে।

উপরোল্লিখিত এই ৭ টি বিষয় ফলো করার মাধ্যমে আপনি যে কোনো ধরণের দরখাস্ত বা আবেদন পত্র লিখতে পারবেন। আপনাদের বুঝার সুবিধার্থে বিভিন্ন বিষয়ের উপর বাংলা দরখাস্ত লেখার নমুনা নিচে দেওয়া হলো। 

আরও পড়ুনঃ চাকরির আবেদন পত্র লেখার নিয়ম। 

চাকরির দরখাস্ত লেখার নিয়ম

তারিখঃ ৩/০৬/২০২২ ইং
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার,
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, কিশোরগঞ্জ, বাংলাদেশ।

বিষয়ঃ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এর শূন্য পদে নিয়োগ লাভের আবেদন।

জনাব, আপনার নিকট সবিনয় নিবেদন এই যে, গত ৯ আগষ্ট, ২০২২ দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার মারফতে জানতে পারলাম যে, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরাধীন কিশোরগঞ্জ জেলা ভিত্তিক বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকের শূন্যপদে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। আমি উক্ত পদের জন্য একজন প্রার্থী। প্রার্থিতার সপক্ষে এবং আপনার সহানুভূতিশীল বিবেচনার জন্য আমার যোগ্যতা ও অভিজ্ঞতার বিবরণ নিচে পেশ করছি:

প্রার্থীর নাম                :  মো. আবু তাহের আকন্দ
পিতা/স্বামীর নাম      :  মো. তাজুল ইসলাম
মাতার নাম               :  মোছা. নুসরাত জাহান
স্থায়ী ঠিকানা            : গৌরাঙ্গ বাজার, কিশোরগঞ্জ
বর্তমান ঠিকানা        : মহাখালী, ঢাকা
জন্ম তারিখ              : ০৪,০৮,৯৯৮ ইং
জাতীয়তা                 : বাংলাদেশী
ধর্ম                           : ইসলাম
শিক্ষাগত যোগ্যতা  :

ক্রমিক নং পরীক্ষা নাম জিপিএ/বিভাগ পাসের বছর বোর্ড
দাখিল ৪.৬০ ২০ মাদ্রাসা বোর্ড
এইচএসসি ৪.৮৯ ২০ ঢাকা বোর্ড
অনার্স দ্বিতীয় ২০ ঢাকা বোর্ড

অতএব, উল্লেখিত তথ্যাদির আলোকে আমাকে আপনার অধীনে সহকারী শিক্ষক পদে নিয়োগ লাভের সুযোগ দানে আপনার সুমর্জি কামনা করি।

নিবেদক-
মো. আবু তাহের আকন্দ

সংযুক্তি :
(ক) আপনার সকল সার্টিফিক -এর মূল সত্যায়িত কপি দিতে হবে।
(খ) পাসপোর্ট সাইজের ৩ কপি সত্যায়িত ছবি দিতে হবে।
(গ) চারিত্রিক সনদপত্রের কপি দিতে হবে।

আরও পড়ুনঃ জরিমানা মওকুফের জন্য আবেদন পত্র লেখার নিয়ম

ছুটির দরখাস্ত লেখার নিয়ম

তারিখঃ ২৪/০৮/২০২২ ইং
বরাবর,
প্রধান শিক্ষক
ছোবহানিয়া আদর্শ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, মিরপুর, ঢাকা

বিষয়ঃ ছুটি কাটানোর জন্য আবেদন।
জনাব,
সালাম পূর্বক বিনীত নিবেদন এই যে, আমি আপনার বিদ্যালয়ে ২০২২ সালের একাদশ শ্রেণীর একজন নিয়মিত ছাত্র। আমার মায়ের অসুস্থতার কারণে আমি বাড়িতে যেতে চাই। উল্লেখ্য যে, আমার বাবা পৃথিবীতে বেঁচে নেই। আমাদের পরিবারের একমাত্র অবিভাবক হিসেবে আমার মা কাজ করছেন। ভাই-বোনদের মাঝে আমি সবার বড়। আমার মায়ের চিকিৎসার ব্যবস্থাপনায় আমাকে বাড়িতে যেতে হবে।

অতএব, মহোদয় সমীপে বিনীত নিবেদন, আপনি আপনার মানবিক দৃষ্টি দিয়ে আমাকে আপনার বিদ্যালয় থেকে  ‍ছুটির অনুমতি দানে আপনার সদয় মর্জি কামনা করছি।

বিনীত-
আপনার একান্ত অনুগত
সাব্বির আহম্মেদ (শিহাব)
শ্রেণীঃ একাদশ
রোল- ২৪৯

আরও পড়ুনঃ বেতন মওকুফের জন্য আবেদন পত্র (নমুনা কপি)

ছুটির আবেদন পত্র লেখার নিয়ম

তারিখঃ ২২/০৮/২০২২ ইং
মাননীয়,
অধ্যক্ষ সমীপেষু
দারুল হুদা আদর্শ দাখিল মাদ্রাসা, করিমগঞ্জ, কিশোরগঞ্জ।

বিষয়ঃ ৫ দিনের ছুুটির জন্য আবেদন।
জনাব,
যথাবিহিত সম্মান প্রদর্শনপূর্বক নিবেদন, আগামী সোমবার আমার বড় ভাইয়ের শুভ বিবাহ অনুষ্ঠান সুসম্পন্ন হবে। উক্ত অনুষ্ঠানের কাজে আমাকে পাঁচদিন বাড়িতে অবস্থান করতে হবে। তাই উক্ত পাঁচদিন আমার পক্ষে মাদ্রাসায় উপস্থিত থাকা সম্ভব হবে না।

অতএব, মহোদয় সমীপে একান্ত আরজ, আমাকে উল্লিখিত পাঁচদিনের ছুটি মঞ্জুর করে আপনার চির কৃতঞ্জতাপাশে আবদ্ধ করবেন।

নিবেদক,
আপনার একান্ত অনুগত ছাত্র
নাজমুল হাসান ফারাবি
শ্রেণীঃ ফাজিল (২য়. বর্ষ)
রোল- ৪৬৩

গুরুত্বপূর্ণ কিছু কথাঃ

আমাদের দৈনন্দিন জীবনে প্রায় সময়ই কারো নিকট দরখাস্ত বা আবেদন পত্র লেখার প্রয়োজন হয়। এক্ষেত্রে দেখা যায় যে, আমাদের অনেকই দরখাস্ত বা আবেদন পত্র কিভাবে লিখতে হয় এই বিষয়টা বুঝে না। তাই এই ছোট্ট বিষয়টাও অন্য কারোর সহযোগিতা নিয়ে করতে হয়।

আমি আশাকরি আজকের পর থেকে আপনাকে আর কারো সহযোগিতা নিয়ে দরখাস্ত বা আবেদনপত্র লিখাতে হবে না। আপনি যদি আমাদের এই আর্টিকেলটি ”দরখাস্ত লেখার নিয়ম বা আবেদন পত্র লেখার নিয়ম” ভালোভাবে ফলো করে থাকেন, তবে এখন থেকে আপনি নিজেই যে কোন ধরণের বাংলা দরখাস্ত বা আবেদন পত্র নিজেই লিখতে পারবেন। 

বরাবরের মতো আইটি নির্মাণ -এর আজকের আর্টিকেলটি কেমন লাগলো তা জানাতে ভুলবেন না! এই বিষয়ে যদি আপনার আরো কোন প্রশ্ন বা মতামত থাকে তবে এখনই কমেন্ট করুন। ধন্যবাদ।

IT Nirman

যত জ্ঞান-ধন করেছি অর্জন জীবনের প্রয়োজনে,
তার সবটুকুই বিলাতে চাই সৃষ্টির কল্যাণে।

Add comment

Your Header Sidebar area is currently empty. Hurry up and add some widgets.