বিকাশে টাকা দেখার নিয়ম (কোড ও অ্যাপস)

বিকাশে টাকা দেখার নিয়ম

ডিজিটাল লেনদেন এর জন্য আমরা প্রায় সকলেই বিকাশ ব্যবহার করি। প্রয়োজনের তাকিদে প্রায় সময় বিকাশের ব্যালেন্স দেখতে হয়। তবে অনেকেই জানেনা বিকাশে টাকা দেখার নিয়ম কি বা বিকাশে টাকা কিভাবে চেক করে। আপনি যদি তাদের মধ্যে একজন হন তবে এই আর্টিকেলটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

আজ আমি এই আর্টিকেলের মাধ্যমে বিকাশ ব্যালেন্স চেক করার উপায় সম্পর্কে আলোচনা করবো। আপনি যদি আর্টিকেলটি পুরোটা পড়েন তবে বিকাশের টাকা দেখার সমস্ত নিয়মাবলী এই আর্টিকেলের মাধ্যমে জানতে পারবেন।

বিকাশে টাকা দেখার দুটি নিয়ম রয়েছে। আমি দুটো নিয়মই সহজ ভাবে উপস্থাপন করবো। বিকাশে টাকা দেখার নিয়মটি বলার আগে বিকাশ সম্পর্কে ছোট্ট করে বলে নিই।

বিকাশ কি?

প্রযুক্তির এই যুগে ডিজিটাল ব্যাংকিং অথবা মোবাইল ব্যাংকিং অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে। আমাদের প্রায় মানুষই এখন ডিজিটাল ব্যাংকিং  এর সাথে জরিত।

পড়ার সাজেশনঃ
নতুন বিকাশ একাউন্ট খোলার নিয়ম
►  নতুন নগদ একাউন্ট খোলার পদ্ধতি

বিকাশ মূলত মোবাইল ব্যাংকিং এর একটি সেবা। এই সেবাটি ব্যবহার করে ডিজিটাল পদ্ধতিতে টাকা লেনদেন করা হয়।

বিকাশ ক্যাশ আউট চার্জ হলো .৭৫% । যা সাধারণভাবে টাকার হিসেবে প্রতি হাজারে ১৭.৫০ টাকা।

বিকাশে টাকা দেখার নিয়ম

দুটি পদ্ধতি অনুসরণ করে বিকাশ ব্যালেন্স চেক করা যায়। প্রথমেই আমরা কোড ডায়াল করে বিকাশের ব্যালেন্স দেখবো। তারপর অ্যাপসের মাধ্যমে বিকাশে টাকা কিভাবে চেক করে তা দেখবো।

বিকাশে টাকা দেখার কোড *247#

স্টেপ -০১

*247# ডায়াল করে বিকাশ ব্যালেন্স দেখার নিয়ম 👇

কিভাবে বিকাশে টাকা দেখা যায়
কিভাবে বিকাশে টাকা দেখা যায়

বিকাশে টাকা দেখার কোডটি *247# আপনার মোবাইলের ডায়াল প্যাডে টাইপ করুন এবং আপনার যেই সিমের নাম্বারে বিকাশ একাউন্ট খোলা রয়েছে, সেই সিমে ক্লিক করুন।

স্টেপ -০২

তারপর আপনাকে এমন একটি পেজে নিয়ে যাবে 👇

বিকাশে টাকা দেখার নিয়ম
বিকাশে টাকা দেখার নিয়ম

এই ম্যানু থেকে My bKash সিলেক্ট করতে হবে। এজন্য আপনাকে ৮ চাপতে হবে। মোবাইলের কিবোর্ড থেকে ৮ চাপার পর Sent বাটনে ক্লিক করতে হবে।

উল্লেখ্য, ব্যালেন্স দেখার জন্য অবশ্যই ইংরেজি কিবোর্ড ব্যবহার করতে হবে।

স্টেপ -০৩

তারপর আপনাকে এমন একটি পেজে নিয়ে যাবে 👇

বিকাশে টাকা দেখে কিভাবে
বিকাশে টাকা দেখে কিভাবে

এই পেজে আসার পর বিকাশ ব্যালেন্স চেক করার জন্য আপনাকে 1. Check Balance ম্যানুটি সিলেক্ট করতে হবে। এজন্য আপনার মোবালের কিবোর্ড থেকে চাপতে হবে এবং Sent বাটনে ক্লিক করতে হবে।

স্টেপ -০৪

তারপর আপনাকে এমন একটি পেজে নিয়ে যাবে 👇

বিকাশে টাকা দেখার নিয়ম
বিকাশে টাকা দেখার নিয়ম

এই পেজে আসার পর আপনার বিকাশের ৫ সংখ্যার পিন বা পাসওয়ার্ডটি দিতে হবে। পিনটি দেওয়ার পর Sent বাটনে ক্লিক করুন।

স্টেপ -০৫

তারপর আপনাকে এমন একটি পেজে নিয়ে যাবে 👇

বিকাশে টাকা দেখে কিভাবে
বিকাশে টাকা দেখে কিভাবে

এই পেজে আসার পর আপনার বিকাশ ব্যালেন্সটি দেখতে পারবেন। এখন আপনি চাইলে OK বাটনে ক্লিক করে বিকাশ থেকে বেরিয়ে যেতে পারেন।

এখন আমরা বিকাশ ব্যালেন্স চেক করার দ্বিতীয় পদ্ধতিটি দেখবো। যেটির মাধ্যমে আপনি চাইলে খুব সহজেই বিকাশের টাকা দেখতে পারবেন।

বিকাশে টাকা দেখার নিয়ম ২

অ্যাপসের মাধ্যমে কিভাবে বিকাশে টাকা দেখা যায় তা জানার জন্য অবশ্যই আপনার একটি স্মার্টফোন এর প্রয়োজন হবে। প্রথমেই প্লেস্টোর থেকে bKash Apps টি আপনার স্মার্টফোনে ইনিস্টল করে নিন।

অবশ্যই মনে রাখবেন, bKash Apps এর মাধ্যমে ব্যালেন্স দেখার জন্য আপনার মোবাইলে ইন্টারনেট সংযোগ প্রয়োজন হবে।

স্টেপ -০১

মোবাইলে bKash Apps টি ইনিস্টল করার পর ওপেন করুন 👇

বিকাশে টাকা কিভাবে চেক করে
বিকাশ ব্যালেন্স চেক করার নিয়ম

bKash Apps টি মোবাইলে ওপেন করার পর এমন একটি পেজ আসবে। তারপর আপনাকে “লগইন / রেজিস্ট্রেশন” বাটনে ক্লিক করতে হবে।

স্টেপ -০২

তারপর আপনাকে এমন একটি পেজে নিয়ে যাবে 👇

বিকাশে টাকা দেখার নিয়ম
বিকাশে টাকা দেখার নিয়ম

এই পেজে আসার পর আপনার মোবাইল নাম্বারটি দিতে হবে যেটি দিয়ে বিকাশ একাউন্ট খোলা হয়েছে। নাম্বারটি দেওয়ার পর “পরবর্তী” বাটনে ক্লিক করুন।

স্টেপ -০৩

তারপর আপনাকে এমন একটি পেজে নিয়ে যাবে 👇

বিকাশে টাকা দেখে কিভাবে
বিকাশে টাকা দেখে কিভাবে

এই পেজে আসার পর আপনার মোবাইল নাম্বার যাচাই করার কথা বলবে। মোবাইল নাম্বারটি যাচাই করার জন্য বিকাশ এর পক্ষ থেকে ৬ সংখ্যার একটি ভেরিফিকেশন কোড আপনার নাম্বারে পাঠানো হবে।

bKash Apps টি যেই মোবাইলে ইনিস্টল করেছেন, সেই মোবাইলেই যদি নাম্বারটি লাগানো থাকে তবে অটোমেটিক ভাবে ভেরিফিকেশন কোডটি কানেক্ট হয়ে যাবে ।

আর যদি অন্য মোবাইলে বিকাশ নাম্বারটি লাগাতে থাকে তবে সেই মোবাইলে ভেরিফিকেশন কোডটি যাবে। সেই কোডটি আপনাকে এখানে লিখে দিতে হবে।

বিকাশ থেকে কোডটি পাঠানোর পর কয়েক মিনিটের মধ্যেই ভেরিফাই করতে হবে। আপনার কাছে যদি কোডটি না আসে তবে এক মিনিট পর আবার রিকোয়েস্ট করতে পারবেন।

ভেরিফিকেশন কোডটি বসানোর পর “কনফার্ম করুন” বাটনে ক্লিক করতে হবে।

স্টেপ -০৪

তারপর আপনাকে এমন একটি পেজে নিয়ে যাবে 👇

বিকাশে টাকা দেখার নিয়ম
বিকাশে টাকা দেখার নিয়ম

এই পেজে আসার পর আপনার বিকাশের ৫ সংখ্যার পিন বা পাসওয়ার্ডটি দিতে হবে। ৫ সংখ্যার পিনটি টাইপ করার পর “পরবর্তী” বাটনে ক্লিক করুন।

স্টেপ -০৫

তারপর আপনাকে এমন একটি পেজে নিয়ে যাবে 👇

বিকাশে টাকা দেখার নিয়ম
কিভাবে বিকাশে টাকা দেখা যায়

এই পেজটিই মূলত বিকাশ একাউন্ট এর মূল পেজ। এখান থেকে আপনি বিকাশ ব্যালেন্স চেক করতে পারবেন। বিকাশ থেকে ক্যাশ আউট করতে পারবেন।

তাছাড়া, যে কোন বিকাশ নাম্বারে সেন্ড মানি, মোবাইল রিচার্জ, পেমেন্ট সহ বিকাশের সমস্ত ফিচার ব্যবহার করতে পারবেন।

বিকাশ অ্যাপস থেকে আপনি বিভিন্ন সুবিধা পাবেন, যা সাধারণত বিকাশে টাকা দেখার কোড *247# ব্যবহার করে পাবেন না।

গুরুত্বপূর্ণ আরো কিছু কথাঃ

প্রিয় পাঠক, আমি চেষ্টা করেছি বিকাশে টাকা দেখার নিয়ম খুব সহজ ভাবে আপনাদের সামনে তুলে ধরার জন্যে। যারা বিকাশের টাকা দেখার বিষয়টি আগে জানতেন না, তারা আশাকরি এই ব্লগটি পড়ার পর বিকাশে টাকা কিভাবে চেক করে তা জেনে গেছেন।

আমাদের ওয়েবসাইটের প্রত্যেক ভিজিটর বন্ধুদের বলব, আপনারা কখনই বিকাশের পিন নাম্বার এবং ভেরিফিকেশন কোড কারো সাথে শেয়ার করবেন না। বিকাশ একাউন্ট দিয়ে লেনদেন এর তথ্যও কারো কাছে প্রকাশ করবেন না।

আপনি যদি আমাদের এই আর্টিকেলটিকে উপকারী মনে করেন, তবে সোশ্যাল মিডিয়ায় আপনার বন্ধুদের সাথে আর্টিকেলটি শেয়ার করুন। বিকাশ ব্যালেন্স চেক বা বিকাশে টাকা দেখার নিয়ম সম্পর্কে এখনো যদি কারো কোন প্রকার প্রশ্ন থাকে তবে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। সবাইকে ধন্যবাদ

IT Nirman

যত জ্ঞান-ধন করেছি অর্জন জীবনের প্রয়োজনে,
তার সবটুকুই বিলাতে চাই সৃষ্টির কল্যাণে।

Add comment

Your Header Sidebar area is currently empty. Hurry up and add some widgets.