যুগের নকীব
দূর আরবের বুকে পবিত্র মক্কাতে
মরুময় বিয়াবানে ফুটেছে ফুল,
চারদিক সুবাসিত গুঞ্জনে মুখরিত
যুগের নকীব হয়ে এসেছে রাসূল।
আমেনার কুড়েঘর রহমতে ভরে গেল
যখন জন্ম হলো শিশু আহমদ,
পৃথিবীটা হেসে ওঠে চরণে পড়ল লুটে
সুন্দর প্রেমময় প্রিয় তাঁর কদ।
আল্লাহু আকবার স্রষ্টা শ্রেষ্ঠতার
দরূদ পড়ল সেই প্রিয় রাসূলের,
ফেরেশতাগণ সবে আনন্দে মেতে ছিল
গুলশান ভরে ছিল ঘ্রাণে পুষ্পের।
হাজার বছর ধরে প্রিয় নবীজীর তরে
দরূদ পড়ি আর জানাই সালাম,
আমার জন্ম যদি হতো দূর আরবে
মদিনার ধূলোবালি গায়ে মাখিতাম!
আমেনার সোনামনি শিশু নবী আহমাদ
জন্মের আগে তাঁর বাবা হারালো,
শ্রদ্ধেয় মহোদয় আব্দুল মোতালিব
পিতাহারা শিশুটির পাশে দাঁড়ালো।
এভাবেই বড় হলো পবিত্র মক্কাতে
লোকেরা আল-আমিন বলে ডাকতো,
সবার হৃদয়জুড়ে স্হান পেল শিশুটি
পাড়ার সবাই তাঁকে চোখে রাখতো।
নবুয়ত পেল যবে প্রিয় নবী হযরত
সবাই শক্র হয়ে পিছু লাগে তাঁর,
বৈরীর অত্যাচারে মক্কা শহর ছেড়ে
হিযরতে পথছুটে শাহে মদিনার।
সবুজ গুম্বজের নিচে আজও শোয়ে আছে
জগত শ্রেষ্ঠনর প্রিয় হযরত,
দয়াল প্রভুর তরে দয়া চাই বারেবারে
আমার হায়াতে প্রভু দিও বরকত।
ওগো প্রভু দয়াময় করি শুধু অনুনয়
এজীবনে হয় যেন রওজা জিয়ারত,
হাশরের বিভীষিকায় নবী তুমি দিও দেখা
আমার জন্য সেদিন করো শাফায়াত!
নাজিরুল ইসলাম নকীব । ঢাকা
প্রথম প্রকাশ ‘হৃদয় বীণার সুর’ কাব্যগ্রন্থ ২০১৮ একুশে বইমেলা।
▶️ ইসলামিক কবিতা
▶️ মানবতার কবিতা
▶️ দেশের কবিতা
▶️ It Nirman English
Add comment