তিন মাসে ১৩০ কোটি অ্যাকাউন্ট বন্ধ করে দিল ফেসবুক

তিন মাসে ১৩০ কোটি অ্যাকাউন্ট বন্ধ করে দিল ফেসবুক

প্রযুক্তির এই যুগে সামাজিক যোগাযোগ মাধ্যমের গুরুত্ব অনস্বীকার্য। বিভিন্ন তথ্য বা আপডেট নিউজ জানতে নিয়মিত মিলিয়ন মিলিয়ন মানুষ সামাজিক সামাজিক যোগাযোগমাধ্যম গুলোতে যুক্ত হয়। তার মাঝে অন্যতম হলো ফেসবুক। গুজব এড়াতে গত বছরের অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত তিন মাসে মোট ১৩০ কোটি অ্যাকাউন্ট বন্ধ করে দিল ফেসবুক। ফেসবুকের মতে এই অ্যাকাউন্টগুলো ফেক বা ভূয়া ছিল।

২২ মার্চ সোমবার ফেসবুক কর্তৃপক্ষ এ তথ্যটি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ফেসবুকে প্রচারিত গুজব বা যে কোনও ধরনের ভুল তথ্য প্রচার বন্ধে ৩৫ হাজারেরও বেশি কর্মী দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন।

সম্প্রতি তাদের এক ব্লগপোস্টে জানিয়েছে, তারা স্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শ অনুসারে COVID-19 মহামারি এবং ভ্যাকসিন-সম্পর্কিত ১ কোটি ২০ লাখের বেশি ভুল তথ্য সম্বলিত পোস্টও ফেসবুক থেকে সরিয়ে ফেলা হয়েছে।

ভুয়া তথ্যের প্রচার বন্ধে ফেসবুকের মতই বিভিন্ন সোশ্যাল প্রতিষ্ঠানগুলো কী ব্যবস্থা নিচ্ছে, সে বিষয়ে তদন্ত শুরু করেছে যুক্তরাষ্ট্রের জ্বালানি ও বাণিজ্য সংক্রান্ত একটি সংসদীয় কমিটি।

তথ্য সংগ্রহ: দ্যা টেলিগ্রাফ, এনডিটিভি

 ফেসবুক একাউন্ট সুরক্ষিত রাখতে করণীয়

IT Nirman

যত জ্ঞান-ধন করেছি অর্জন জীবনের প্রয়োজনে,
তার সবটুকুই বিলাতে চাই সৃষ্টির কল্যাণে।

Add comment

Your Header Sidebar area is currently empty. Hurry up and add some widgets.