Terms of Use

ব্লগ এবং কন্টেন্ট

’It Nirman’-এর প্রতিটা কার্যক্রমই দর্শনার্থীদের স্বার্থেই বিবেচিত। ব্লগ লেখা, টিউটোরিয়াল পাবলিশ, ছবি এবং বিভিন্ন কন্টেন্ট পাবলিশ করার একমাত্র লক্ষ্যই হলো দর্শনার্থীদের কল্যাণ। তবে অবশ্যই এই ওয়েবসাইটি নিজ দায়িত্বে ব্যবহার করবেন।

কন্টেন্টের প্রয়োজনে অনেক সময় থার্ডপার্টি বিভিন্ন ওয়েবসাইটের লিংক শেয়ার করতে হয়। প্রতিটি ওয়েবসাইটেরই নিজস্ব ‘শর্তাদি এবং ব্যবহার’ নীতিমালা রয়েছে। আর সেই থার্ডপার্টি ওয়েবসাইটগুলো আমাদের নিয়ন্ত্রণে নেই। তাই লিংকগুলো ব্যবহার করার আগে দর্শনার্থীরা অবশ্যই সেই থার্ডপার্টি ওয়েবসাইটের ’শর্তাদি এবং ব্যবহার’ পেইজটি পড়ে নেবেন। থার্ডপার্টি ওয়েবসাইট থেকে কোনো প্রকার ক্ষতিগ্রস্তের দায়ভার আমাদের নয়।

বিভিন্ন ব্যস্ততার মাঝেও দর্শনার্থীদের প্রয়োজনে বিচিত্র কন্টেন্ট পাবলিশ করে থাকি। অনেক সময় কন্টেন্টের মাঝে অপ্রত্যাশিত ভুল থেকে যেতে পারে। আমরা এ-দায়িত্ব নিতে পারিনা যে, আমাদের সকল কন্টেন্টই শতভাগ শুদ্ধ। তবে প্রতিটা কন্টেন্টই শুদ্ধকরণে চেষ্টা অবিরাম।

আবার এমনও হতে পারে যে, আমাদের উপস্থিত জ্ঞানের ঘাটতির কারণে আর্টিকেলের শব্দ চয়নেও ভুল হতে পারে। এক্ষেত্রে আমরা দর্শনার্থীদের সহযোগিতা কামনা করি। আমাদের যাবতীয় কন্টেন্টের মাধ্যেমে যদি এমন কোন ভুল আপনার দৃষ্টিগোচর হয় তবে অনুগ্রহ করে আমাদের ভুল ধরিয়ে দেবেন। আমাদের ভুল শোধরে নেওয়ার প্রতিশ্রুত দিই! 

প্রোডাক্ট

আপনি যখন It Nirman এর কোন প্রোডাক্ট ব্যবহার করেন, তখন দয়াকরে আইটি নির্মাণকে অথর হিসেবে প্রাধান্য দিন! তবেই আমরা নুতন নতুন প্রোডাক্ট তৈরিতে উৎসাহ পাব এবং সঠিকভাবে আপনাদেরকে সেবা দিতে পারব।

আমাদের প্রোডাক্টগুলো ডাউনলোডযোগ্য ডিজিটাল প্রোডাক্ট। গ্রাহক হিসেবে যখন কেউ আমাদের প্রোডাক্টের এক্সেস নেয়, তখন আর প্রোডাক্টি আমাদের নিয়ন্ত্রণে থাকে না। তাই, যারা আমাদের প্রোডাক্টগুলো অর্থের বিনিময়ে কিনে নেয়, তারা আর সে অর্থ ফিরে পাবেন না।

তবে হ্যাঁ, প্রোডাক্টের ফিচারে থাকা কোন তথ্যের যদি মিসিং হয়, তবে আমরা তা সংশোধন করে দেওয়ার প্রতিশ্রুতি দিই।

সার্ভিস 

It Nirman সবসময় তাদের গ্রাহকদের সাথে সচ্চতা বজায় রাখতে চেষ্টা করে। আপনি যখন আইটি নির্মাণ থেকে কোন সার্ভিস নেন, তখই অবশ্যই লিখিতচুক্তি বাধ্যতামূলক! এটা এজন্যই যে, সেবা সুনিশ্চিত করণ এবং চুক্তির সুস্পষ্ট প্রমাণ থাকায় পরবর্তী সময়ে এ নিয়ে কোন ঝামেলা থাকে না।

আইটি নির্মাণ থেকে যে কোন সার্ভিস নেওয়ার আগে গ্রাহকদেরকে অবশ্যই ৫০% পেমেন্ট অগ্রীম প্রদান করতে হবে। এটা এজন্যই যে, অপরিচিত অনেকেই আছে যারা কাজ করিয়ে গায়েব হয়ে যায়! এটা সত্যিই অপ্রত্যাশিত এবং অমানবিক একটি কাজ। যেটা বান্দার হক নষ্ট করার মতো বিশেষ একটি গোনাহের অন্তর্ভূক্ত। 

তাই অবশ্যই আইটি নির্মাণ থেকে যে কোন সার্ভিস নেওয়ার আগে ”সার্ভিসের সত্যতা যাচাই করণে” ৫০% অর্থ অগ্রীম পেমেন্ট করতে হবে। সাধারণ গ্রাহকদের সেবা নিশ্চিতকরণে জন্য এটা একটি গুরুত্বপূর্ণ বিষয়। 

গুরুত্বপূর্ণ বিষয়াদি

কপিরাইট নীতি: প্রতিটা স্রষ্টাই তাঁর নিজস্ব সৃষ্টিকে ভালোবাসে। তাই অবশ্যই এই ওয়েবসাইটের সকল কন্টেন্টই একচেটিয়া ব্যবহার বা তৃতীয়পক্ষের কাছে প্রকাশ করা থেকে বিরত থাকুন। প্রয়োজনে স্রষ্টাকে প্রাধান্য দিয়ে নিজস্ব সোশ্যাল প্রোফাইলে পোস্টের লিংক শেয়ার করতে পারেন।

নীতির পরিবর্তন: ‘It Nirman’-এর স্রষ্টা এই ওয়েবসাইটে পরিবেশিত সকল কন্টেন্ট যে কোন সময় পরিবর্তন ও সংশোধন করার সম্পূর্ণ অধিকার রাখে। পূর্ব ঘোষণা ব্যতীত নীতিমালায় পরিবর্তন হতে পারে। প্রতিটি কন্টেন্টই স্রষ্টা কর্তৃক সংরক্ষিত।

শর্তাদি এবং ব্যবহার’ নীতির সাথে একমত: অবশ্যই এই ওয়েবসাইটি ব্যবহারের পূর্বে আমাদের ’শর্তাদি এবং ব্যবহার’ নীতির সাথে একমত হয়েই ওয়েবসাইটটি ব্যবহার করার অনুমতি দেয়।

Your Header Sidebar area is currently empty. Hurry up and add some widgets.