সেরা ১০ টি ব্লগার থিম (Responsive & SEO Optimized)

সেরা ব্লগার থিম ডাউনলোড

প্রত্যেক ব্লগারকে তার নিজস্ব ব্লগ ওয়েবসাইটটিকে দৃষ্টিনান্দন করে তুলতে সেরা ব্লগার থিম বা টেমপ্লেট ব্যবহার করা উচিত। কেননা, একটি সুন্দর টেমপ্লেট ডিজাইন পাঠকদেরকে আনন্দের সাথে ব্লগ পড়তে উৎসাহ দেয়।

এই আর্টিকেলটি তাদের জন্য তৈরি করা হয়েছে, যারা গুগল এর ব্লগস্পট ব্যবহার করে ব্লগিং করেন। আপনি ‍যদি একজন ব্লগার হয়ে থাকেন তবে এই আর্টিকেলটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

Google Blogspot ব্যবহার করে ব্লগিং শুরু করতে গিয়ে আমরা অনেকেই যথাযথ ভাবে ব্লগস্পট টেমপ্লেট নির্বাচন করতে পারি না।

যে কারণে অনেক সময় এমন হয় যে, কাঙ্খিত সেই থিমটি রেসপন্সিভ (Responsive) এবং এসইও ফ্রেন্ডলি (SEO Optimized) না হওয়ায় কিছুদিন পর Blogspot Template টি পরিবর্তন করতে হয়।

আজ আমি আপনাদের সাথে সেরা ব্লগার থিম গুলোর মধ্য হতে ০ টি ফ্রী ব্লগার থিম বা টেমপ্লেট  বাছাই করেছি, যেগুলো এই আর্টিকেলে রিভিউ করা হয়েছে।

শুরুতেই একটি বিষয় বলার প্রয়োজনবোধ করছি।

অনেকেই Blogger এবং Blogspot কে আলাদা মনে করেন।

কিন্তু এখানে নাম দুটি হলেও প্লাটফর্ম একটিই। আর এই প্লাটফর্মটি Google কর্তৃক নিয়ন্ত্রণ করা হয়।

সেরা ব্লগার থিম বা ব্লগস্পট টেমপ্লেট

গুগল ব্লগস্পট এর মূল লক্ষ্যই হলো তাদের প্লাটফর্মকে ব্লগিং এর ব্যবহার করা।

জন্মাবধি থেকেই তারা সম্পূর্ণ ফ্রিতেই ৫ জিবি সুপার ফাস্ট হোস্টিং সহ তাদের প্লাটফর্মকে সকল ব্লগারদের জন্য উন্মুক্ত করে দিয়েছে।

কিন্তু আপনি যখন Blogspot ব্যবহার করে ওয়েবসাইট খুলবেন তখন আপনাকে Blogspot Template নির্বাচনে বেশ কিছু বিষয় দেখতে হবে।

ব্লগ ওয়েবসাইটের জন্য যেই বিষয়গুলো লক্ষ্য রেখে ব্লগার থিম বা টেমপ্লেট ডিজাইন সিলেক্ট করা উচিত তা হলোঃ

  • SEO friendly
  • Mobile friendly
  • Responsive
  • AdSense friendly

এই উপরোল্লিখিত বিষয় গুলো যদি একটি ব্লগস্পট টেমপ্লেট এর মধ্যে বিদ্যমান থাকে তবে সেই টেমপ্লেট ডিজাইনটিকে ভালো বলাই যায়।

আপনার ব্লগের জন্য নির্দ্বীধায় এই টেমপ্লেট গুলো ব্যবহার করতে পারেন।

Blogspot প্লাটফর্মের ওয়েবসাইটের জন্য সেরা ব্লগার থিম বা ব্লগার নিউজ টেমপ্লেট নিচে তুলে ধরা হলো।

১. GNews

বাংলা নিউজ পেপার ব্লগার টেমপ্লেট
বাংলা নিউজ পেপার ব্লগার টেমপ্লেট

GNews থিমটিকে মূলত ব্লগ, ম্যাগাজিন, নিউজপেপার ওয়েবসাইট গুলোকে টার্গেট করে তৈরি করা হয়েছে।

থিমটি এসইও ফ্রেন্ডলি এবং শতভাগ রেসপন্সিভ।

থিমটি অত্যন্ত clean এবং প্রফেশনাল মানের।

এটি highly customizable হওয়ায় গুগলের রেজাল্ট পেজের পারফর্মেন্স বেশ ভালো হবে বলে মনে করি।

এই থিমটি দিয়ে ওয়েবসাইট তৈরি করলে ইউজার এক্সপেরিয়েন্স বেশ ভালো দেখতে পাবেন এবং ওয়েবসাইটের বাউন্স রেটেও আশানুরূপ থাকবে।

থিমটির বৈশিষ্ট্যঃ

  • এসইও ফ্রেন্ডলি
  • ০০% রেসপন্সিভ।
  • কাস্টমাইজযোগ্য,
  • গুগল বিজ্ঞাপন অপটিমাইজ,

ব্লগার হিসেবে আপনার খুব বেশী প্রয়োজন হবে এমন প্রায় সব প্রিমিয়াম ফিচার থিমটিতে রয়েছে।

থিমটির অনন্য একটি বৈশিষ্ট্য হলো এটি সম্পূর্ণ প্রফেশনাল মানের।

থিমটির ডেমো এবং ডাউনলোড লিংকঃ GNews Magazine Responsive Blogger Template

২. Starter

ব্লগার নিউজ টেমপ্লেট
ব্লগার নিউজ টেমপ্লেট

Starter থিমটি ০০% রেসপন্সিভ এবং প্রফেশনাল মানেই একটি ব্লগার টেমপ্লেট।

এটি অত্যন্ত SEO ফ্রেন্ডলি এবং পেজগুলো দ্রুত লোডিং হয়।

যে কোন ধরণের ব্লগ ওয়েবসাইট বা নিউজ পেপার সাইটের জন্য এই থিমটি সেরা ব্লগার থিমের তালিকায় রাখা যায়।

আমি নিজে এই থিমটির রেসপন্সিভের বিষয়টি চেক করেছি।

আমার কাছে বেশ ভালোই লেগেছে থিমটি।

থিমটির বৈশিষ্ট্যঃ

  • এসইও ফ্রেন্ডলি এবং রেসপন্সিভ
  • এডসেন্স বিজ্ঞাপন অপটিমাইজ
  • রিলেটেড পোস্ট,
  • ইউটিউব এম্বেড ভিডিও,
  • টেবিল অফ কন্টেন্ট,
  • ড্রপ ডাউন মেনু,
  • নাইট মোড এবং আরও অনেক কিছু।

আপনি যদি গুগলের Blogspot কে ব্যবহার করে ব্লগিং করতে চান তবে এই থিমটিও আপনার পছন্দের তালিকায় রাখতে পারেন।

থিমটির ডেমো এবং ডাউনলোড লিংকঃ Starter Responsive Blogger Template

৩.SuperMag

ফ্রি ব্লগার টেম্পলেট
ফ্রি ব্লগার টেম্পলেট

সুপারম্যাগ (SuperMag) একটি নিউজ ম্যাগাজিন ব্লগার টেমপ্লেট।

এটি অত্যন্ত সুন্দর, এসইও ফ্রেন্ডলি এবং কাস্টমাইজযোগ্য থিম।

থিমটির পেজ স্পিড বেশ ভালো।

ব্লগ সাইটের পাশাপাশি এই থিমটিকে আপনি বাংলা নিউজ পেপার ব্লগার টেমপ্লেট হিসেবেও ব্যবহার করতে পারবেন।

থিমটি এসইও অপটিমাইজ হওয়ায় গুগলের সার্চ রেজাল্টের পারফর্মেন্স বেশ ভালো।

থিমটির বৈশিষ্ট্যঃ

  • এসইও ফ্রেন্ডলি এবং ০০% রেসপন্সিভ
  •  গুগল বিজ্ঞাপন অপটিমাইজ,
  • ডানপাশে সাইডবার,
  • বক্সযুক্ত লেআউট,
  • দুই কলাম এর ফুটার ইত্যাদি।

ব্লগ ওয়েবসাইটের জন্য সেরা ব্লগার থিম হিসেবে SuperMag কে রাখা যায়।

থিমটির ডোমো এবং ডাউনলোড লিংকঃ SuperMag Blogger Template

৪. BlogMag

সেরা ব্লগার থিম ডাউনলোড
সেরা ব্লগার থিম ডাউনলোড

BlogMag হল একটি সিম্পল, আধুনিক এবং সম্পূর্ণ রেসপন্সিভ ব্লগার টেমপ্লেট।

থিমটি টাইপোগ্রাফির উপর জোর দিয়ে সব ধরণের ম্যাগাজিন, ব্যক্তিগত ব্লগ, জার্নাল সম্পর্কিত প্রকল্পের জন্য উপযুক্ত হিসেবে তৈরি করা হয়েছে।

BlogMag থিমটি মোবাইল এবং ডেস্কটপ উভয় প্ল্যাটফর্মের জন্য অত্যন্ত অপ্টিমাইজ করা হয়েছে।

লেআউটট গুলো খুবই সুন্দর এবং শতভাগ এসইও ফ্রেন্ডলি।

থিমটির বৈশিষ্ট্যঃ

  • সম্পূর্ণরূপে এসইও ফ্রেন্ডলি ডিজাইন
  • অটোমেটিক resize thumbnail ইমেজ।
  • মোবাইল অপটিমাইজ।
  • গুগল এডডেন্স অপটিমাইজ।
  • কমেন্ট সিস্টেম দুটি (ব্লগার ও ফেসবুক)
  • লেখকের ছবি প্রদর্শন।
  • নিউজ লেটার সাবস্ক্রিপশন।
  • কাস্টম 404 ইরর পেজ।
  • সব ধরণের ব্রাউজারে সাপোর্টেড (IE8+,Mozilla,Chrome,Safari)

BlogMag থিমটির ফ্রি এবং পেইড ভার্সন রয়েছে।

ফ্রি ভার্সনটি দিয়েই আপনার জন্য একটি ব্লগ ওয়েবসাইট তৈরি  করে নিতে পারবেন।

তবে প্রিমিয়াম ভার্সনে যেই ফিচার গুলো আপনি পাবেন তা ফ্রি ভার্সনে পাবেন না।

থিমটির ডেমো এবং ডাউনলোড লিংকঃ BlogMag Blogger Template 

৫. Smart SEO

ব্লগার টেমপ্লেট ডিজাইন
ব্লগার টেমপ্লেট ডিজাইন

এই টেমপ্লেটটি সম্পূর্ণরূপে এসইও অপ্টিমাইজড এবং অ্যাডসেন্স ফ্রেন্ডলি।

আপনি যদি আপনার ব্লগার সাইটে Smart SEO এই থিমটি ব্যবহার করেন, তবে দেখবেন যে এর পেজ স্পিড বেশ ভালো।

এজন্য ভিজিটরদের ইউজার এক্সপেরিয়েন্স বেশ ভালোই হবে বলে মনে করি।

তাছাড়া থিমটির পেজ স্পিড ভালো থাকার কারণে ওয়েবসাইটের বাউন্স রেট খুব বেশী বেড়ে যাওয়ার আশংকা নেই।

সুতরাং, সেরা ব্লগার থিম এর তালিকায় এই টেমপ্লেট ডিজাইনকে রাখাই যায়।

যারা ব্লগিং করে এডন্সেন্স থেকে ইনকাম করতে চান তারা এই থিমটিতে বেছে নিতে পারেন।

থিমটির গুরুত্বপূর্ণ ফিচারসমূহঃ

  • মোবাইল রেসপন্সিভ লেআউট।
  • সম্পূর্ণরূপে এসইও অপ্টিমাইজড
  • গুগল অ্যাডসেন্স অপটিমাইজ ।

পার্সোনাল ব্লগ ওয়েবসাইটের পাশাপাশি ব্লগার নিউজ টেমপ্লেট হিসেবেও Smart SEO থিমটিকে ব্যবহার করতে পারবেন।

এই থিমটির কোন পেইড ভার্সন নেই।

থিমটির ডেমো এবং ডাউনলোড লিংকঃ Smart SEO Blogger Template 

৬. TechSpot

ব্লগার থিম ডাউনলোড
সেরা ব্লগার থিম ডাউনলোড

TechSpot একটি রেসপন্সিভ ম্যাগাজিন ব্লগার টেমপ্লেট।

এই থিমটি সম্পূর্ণ কাস্টমাইজযোগ্য এবং থিমটির প্রচুর বৈশিষ্ট্য রয়েছে৷

আপনি যদি একজন টেকপ্রেমী ব্লগার হন এবং একটি টেক ম্যাগাজিন ব্লগ চালাতে চান তাহলে এই টেমপ্লেটটি আপনার জন্য নিখুঁত এবং সবচেয়ে সুস্পষ্ট পছন্দ হতে পারে।

থিমটির বৈশিষ্ট্যঃ

  • রেসপন্সিভ এবং মোবাইল ফ্রেন্ডলি,
  • বক্সযুক্ত লেআউট,
  • গুগল এডসেন্স ফ্রেন্ডলি,
  • সম্পর্কিত পোস্ট,
  • ড্রপ ডাউন মেনু,
  • পোস্ট থাম্বনেল,
  • ডানপাশে সাইডবার,
  • ব্রেডক্রাম্ব নেভিগেশন,
  • ৩ কলামের ফুটার,
  • সোশ্যাল শেয়ারিং ফিচার,
  • ডার্ক মোড ইত্যাদি।

আপনি যদি টেকনোলজি বিষয়ক ওয়েবসাইট খুলতে চান তবে এই থিমটি আপনার পছন্দের তালিকায় রাখতে পারেন।

তবে টেকনোলজি ছাড়াও বাংলা নিউজ পেপার ব্লগার টেমপ্লেট হিসেবেও ব্যবহার করতে পারেন।

থিমটির ডেমো এবং ডাউনেলোড লিংকঃ TechSpot Responsive Magazine Blogger Template

৭. SEO Pro

ব্লগার টেমপ্লেট ডিজাইন
ব্লগার টেমপ্লেট ডিজাইন

থিমটির নাম শুনে হয়ত কিছুটা হলেও আন্দাজ করতে পেরেছেন।

SeoPro থিমটি খুবই সিম্পল এবং এসইও ফ্রেন্ডলি।

এই থিমটি ব্যক্তিগত ব্লগ, নিউজ পেপার ব্লগার, ম্যাগাজিন ব্লগকে টার্গেট করে তৈরি করা হয়েছে।

থিমটির বৈশিষ্ট্যঃ

  • এসইও ফ্রেন্ডলি এবং মোবাইল রেসপন্সিভ,
  • গুগল এডসেন্স ফ্রেন্ডলি,
  • ড্রপ ডাউন মেনু,
  • ব্রেডক্রাম্ব নেভিগেশন,
  • নাইট মোড ইত্যাদি।

এগুলো ছাড়াও থিমটিকে আরো বেশ কিছু বৈশিষ্ট্য বিদ্যমান।

আপনি যদি খুবই সিম্পলের মাধ্যমে একটি ব্লগ ওয়েবসাইট তৈরি করতে চান, তবে সেরা ব্লগার থিম হিসেবে SeoPro থিমটিকে বেছে নিতেই পারেন।

থিমটির ডেমো ও ডাউনলোড লিংকঃ SeoPro News Blogger Template

৮. Colorify

ফ্রি ব্লগার টেম্পলেট
সেরা ফ্রি ব্লগার টেম্পলেট

Colorify Creative Blogger Template টি যে কোন ব্যক্তিগত পোর্টফোলিও ব্লগের জন্য আদর্শ বলা যায়।

এই থিমটি বিশেষভাবে তৈরি করা হয়েছে যাদের মধ্যে সৃজনশীলতা এবং পেশাদারিত্বের দুর্দান্ত নজর রয়েছে।

অর্থাৎ, আপনি যদি কোন প্রোডাক্ট রিভিউ নিয়ে ব্লগিং করতে চান তবে এই থিমটিকে আপনার পছন্দের তালিকায় রাখতে পারেন।

থিমটির বৈশিষ্ট্যঃ

  • মোবাইল রেসপন্সিভ ডিজাইন,
  • এসইও ফ্রেন্ডলি,
  • full width লেআউট,
  • ডানপাশে সাইডবার,
  • সোশ্যাল মিডিয়া আইকন,
  • গুগল এডসেন্স ফ্রেন্ডলি।

আপনি যদি একটি সিম্পলের মধ্যে ফ্রি ব্লগার টেম্পলেট ডিজাইন খুঁজে থাকেন তাহলে Colorify থিমটি ব্যবহার করে দেখতে পারেন।

আশাকরি আপনার পছন্দও হবে।

থিমটির ডেমো ও ডাউনলোড লিংকঃ Colorify Creative Blogger Template

৯. Amazen

বাংলা নিউজ পেপার ব্লগার টেমপ্লেট
বাংলা নিউজ পেপার ব্লগার টেমপ্লেট

Amazen Classified Ads এই থিমটি ০০% রেসপন্সিভ এবং দেখতেও বেশ সুন্দর।

এই থিমটি মূলত অ্যাফিলিয়েট শপ এর জন্য তৈরি করা। তবে ব্লগিং করাও জন্যও থিমটি ব্যবহারযোগ্য।

সেরা ব্লগার থিমের তালিকায় এই থিমটিকে রাখা যায়। থিমটি আমার কাছে বেশ পছন্দ হয়েছে।

থিমটির বৈশিষ্ট্যঃ

  • মোবাইল রেসপন্সিভ,
  • এসইও ফ্রেন্ডলি,
  • গুগল এডসেন্স ফ্রেন্ডলি,
  • সম্পর্কিত পোস্ট,
  • ড্রপ ডাউন মেনু,
  • পোস্ট থাম্বনেল,
  • ডানপাশে সাইডবার,
  • ব্রেডক্রাম্ব নেভিগেশন,
  • সোশ্যাল শেয়ার বাটন ইত্যাদি।

তাছাড়া থিমটি সম্পূর্ণরূপে কাস্টমাইজযোগ্য হওয়ায় যে কোন লেওআউট পরিবর্তন করতে পারবেন।

আপনি যদি ব্লগার প্লাটফর্মে থেকে অ্যাফিলিয়েট মার্কেটিং করতে চান অথবা ব্লগিং করে এডসেন্স থেকে আয় করতে চান তবে এই থিমটি আপনার জন্য।

থিমটির ডেমো এবং ডাউনলোড লিংকঃ Amazen Responsive Blogger Template

১০. Publisher

বাংলা নিউজ পেপার ব্লগার টেমপ্লেট
বাংলা নিউজ পেপার ব্লগার টেমপ্লেট

Publisher অত্যন্ত এসইও অপটিমাইজ একটি ব্লগার থিম।

দেখতে খুবই সিম্পল এবং যে কোন ডিভাইসের জন্য রেসপন্সিভ।

এই থিমটির মাধ্যমে আপনি বিভিন্ন ধরণের ওয়েবসাইট তৈরি করতে পারবেন।

যেমনঃ পার্সোনাল ব্লগ, ব্রেকিং নিউজ ওয়েবসাইট, দৈনিক ম্যাগাজিন, আইন বিষয়ক ওয়েবসাইট, গেমিং এবং ভ্রমণ ওয়েবসাইট সহ আরো বিভিন্ন ধরণের ওয়েবসাইট তৈরি করতে পারবেন।

থিমটির বৈশিষ্ট্যঃ

  •  কম্পিউটার, ট্যাব এবং মোবাইল ফেন্ডলি ( রেসপন্সিভ),
  • গুগল এডসেন্স অপটিমাইজড,
  • ডানপাশে সাইডবার,
  • ড্রপডাউন মেনু,
  • সোশ্যাল আইকন,
  • ৩ কলামের লেওআউট,
  • রিলেটেড পোস্ট,
  • পোস্ট থাম্বনেইল ইত্যাদি।

আপনি যদি ব্লগার প্লাটফর্ম থেকে ব্লগিং বিষয়ক কোন কাজ করতে চান তবে এই থিমটি দিয়ে ওয়েবসাইট তৈরি করতে পারেন।

থিমটির ডেমো এবং ডাউনলোড লিংকঃ Publisher Simple Blogger Template

গুরুত্বপূর্ণ কিছু কথাঃ

Blogger এর থিম গুলো সাধারণত এসইও অপটিমাইজ থাকে। তবে অনেক থিম এখনো আছে যেগুলো রেসপন্সিভ না।

সকলেই জানেন বর্তমান সময়ে গুগল র‌্যাঙ্কিং ফ্যাক্টর গুলোর মধ্যে রেসপন্সিভ ডিজাইনের কতটুকু গুরুত্ব রয়েছে।

আমি এসইও টার্ম এর উপর সর্বোচ্চ জোর দিয়ে সেরা ব্লগার থিম গুলোর রিভিউ করেছি।

ইন্টারনেটে অনেক সুন্দর সুন্দর ব্লগার টেমপ্লেট ডিজাইন আপনি পাবেন, তবে দেখবেন যে সব টেমপ্লেট এসইও টার্ম এর বিবেচনায় ব্যবহারযোগ্য না।

তাই আমি আমাদের দর্শকের উদ্দেশ্যে বলব, আপনি যদি Google এর Blogspot ব্যবহার করে ওয়েবসাইট তৈরি করেন, তবে অবশ্যই এমন থিম নির্বাচন করবেন যেই থিমে অন্তত ৪ টি বিষয় বিদ্যমান থাকে।

তারমধ্যেঃ সুন্দর ডিজাইন, এসইও ফ্রেন্ডলি, মোবাইল রেসপন্সিভ, গুগল এডসেন্স অপটিমাইজ ইত্যাদি।

এই চারটি বিষয় যদি কোন থিমে বিদ্যমান থাকে তবে সেই থিমটি আপনার ব্লগ অথবা ম্যাগাজিন ওয়েবসাইটে ব্যবহার করতে পারেন।

আপনারা যারা বাংলা কন্টেন্ট নিয়ে কাজ করেন, তারাও বাংলা নিউজ পেপার ব্লগার টেমপ্লেট হিসেবে উপরোল্লিখিত থিমগুলো ব্যবহার করতে পারবেন।

প্রিয় পাঠক, আমাদের রিভিউ করা ০ টি সেরা ব্লগার থিম গুলোর মধ্যে আপনার কোন থিমটি পছন্দ হয়েছে তা কমেন্টে লিখতে ভুলবেন না।

উল্লেখ্যঃ উল্লিখিত প্রতিটা ব্লগার থিম ডাউনলোড করে আপনার ওয়েবসাইটে ব্যবহার করতে হবে।

IT Nirman

যত জ্ঞান-ধন করেছি অর্জন জীবনের প্রয়োজনে,
তার সবটুকুই বিলাতে চাই সৃষ্টির কল্যাণে।

4 comments

Your Header Sidebar area is currently empty. Hurry up and add some widgets.