কিশোরগঞ্জ কিসের জন্য বিখ্যাত? (দর্শনীয় স্থান ও খাবার)

কিশোরগঞ্জ কিসের জন্য বিখ্যাত - দর্শনীয় স্থান ও খাবার

হাওর বাওর ও সমতল ভূমির এক বৈচিত্র্যময় প্রকৃতিক সৌন্দর্যের বিস্তৃত জনপদ কিশোরগঞ্জ জেলা। পর্যাটকদের আকর্ষণের জায়গা কিশোরগঞ্জ কিসের জন্য বিখ্যাত তা জানার কৌতুহল কম-বেশি সকলেরই আছে।

ভৌগোলিক ভাবে কিশোরগঞ্জের আয়তন প্রায় ২,৬৮৯ বর্গ কিলোমিটার বা ,০৩৮ বর্গমাইল। বিশাল এই জেলাটি নদ-নদী ও সবুজ প্রকৃতিতে ভরপুর।

কিগোরগঞ্জ জেলার উত্তরে রয়েছে নেত্রকোণা জেলা এবং উত্তর-পশ্চিমে ময়মনসিংহ জেলা, দক্ষিণে রয়েছে নরসিংদী জেলা ও ব্রাহ্মণবাড়িয়া জেলা, পূর্বে রয়েছে হবিগঞ্জ জেলা এবং সুনামগঞ্জ জেলা, আর পশ্চিমে রয়েছে গাজীপুর জেলা ও ময়মনসিংহ জেলা।

কিশোরগঞ্জ নামকরণের ইতিহাস সুপ্রাচীন। বিশেষ প্রভাবশালী ব্যক্তি নন্দ কিশোর প্রামাণিকের নামের ‘কিশোর’ এবং তারই প্রতিষ্ঠিত স্থানীয় হাট বা ’গঞ্জ’ যোগ করে কিশোরগঞ্জের নামকরণ করা হয়েছে।

কিশোরগঞ্জ কিসের জন্য বিখ্যাত?

একটি জেলা বিভিন্ন কারণে বিখ্যাত হওয়ার খ্যাতি অর্জন করতে পারে। তারমধ্যে – ঐতিহাসিক, সামাজিক, বাণিজ্যিক ও রাজনৈতিক কারণও থাকতে পারে।

কিগোরগঞ্জ জেলাকে প্রায় অনেকগুলো দিক থেকেই বিখ্যাত হিসেবে বিবেচনা করা হয়। কিশোরগঞ্জ কেন বিখ্যাত তার কিছু উদাহারণ নিচে বর্ণনা করা হলো।

কিশোরগঞ্জের দর্শনীয় স্থান সমূহ

কিশোরগঞ্জ জেলায় বিভিন্ন ধরণের ঐতিহ্যবাহী স্থাপনা রয়েছে, যেগুলো খুবই দৃষ্টিনান্দন। আবার কিশোরগঞ্জ হাওর বাওর ও সমতল ভূমির প্রকৃতিক বৈচিত্র্যের অধিকারী হওয়ায় এখানে নিয়মিতই দেশ-বিদেশের পর্যাটক আসে।

কিশোরগঞ্জ জেলার উল্লেখযোগ্য প্রায় ২৩ টি ঐতিহ্যবাহী স্থপনা ও দর্শনীয় স্থানঃ –

  1. ঐতিহাসিক শহীদী মসজিদ
  2. ঐতিহাসিক পাগলা মসজিদ
  3. ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ
  4. নরসুন্দা লেক
  5. সৈয়দ নজরুল ইসলাম সেতু (ভৈরব সেতু)
  6. দিল্লির আখড়া
  7. নিকলী হাওর
  8. ঈশা খাঁ’র জঙ্গলবাড়ী দুর্গ
  9. এগারসিন্দুর দুর্গ
  10. গাংগাটিয়া জমিদার বাড়ী
  11. আওরঙ্গজেব মসজিদ
  12. জহিরুল ইসলামের বাড়ি
  13. গুরুদয়াল সরকারের বাড়ি
  14. ধলা জমিদার বাড়ি
  15. নাজিরদিঘী
  16. নিকলী জমিদার বাড়ি
  17. গুরুদয়াল কলেজ চত্তর
  18. কুতুব শাহ মসজিদ
  19. গুরুই শাহী মসজিদ
  20. চন্দ্রাবতী মন্দির
  21. রাস্ট্রপতির বাড়ি (মিঠামইন)
  22. বৌলাই সাহেব বাড়ী
  23. কালনা আখড়া ইত্যাদি।

এগুলো ছাড়াও কিশোরগঞ্জে আরও বিভিন্ন দর্শনীয় স্থান রয়েছে। যেগুলোকে দেশ -বিদেশের পর্যাটকেরা ভীড় করে।

কিশোরগঞ্জের বিখ্যাত খাবার

আঞ্চলিক ভাবে কিশোরগঞ্জ জেলায় বিভিন্ন ধরণের সুস্বাদু খাবার পাওয়ার যায়। তারমধ্যে উল্লেখযোগ্য-

  1. বালিশ মিষ্টি
  2. নকশী পিঠা
  3. গরুর মাংসের সমুচা
  4. নারিকেলের চিড়া
  5. চাল কুমড়ার মুরব্বা
  6. চ্যাপা পিঠা
  7. শীত সকালের ভাপা পিঠা
  8. চিতল পিঠা ও দুধ চিতল পিঠা
  9. কলা পিঠা
  10. মিডুড়ী
  11. পায়েস
  12. খুদের ভাত ইত্যাদি।

সত্যিকার অর্থে কিশোরগঞ্জ কিসের জন্য বিখ্যাত তা একচেটিয়াভাবে বলা যাবে না। বরং কিশোরগঞ্জ প্রায় সব দিক থেকেই কোনোনা কোনো ভাবে বিখ্যাত হওয়ার খ্যাতি ধরে রেখেছে।

আরও যেসব কারণে কিশোরগঞ্জ বিখ্যাত

কিশোরগঞ্জের আবহাওয়া নাতিশীতোঞ্চ। নদ-নদী ও হাওর অঞ্চল বেশি থাকার কারণে গরমেও প্রাকৃতিক বাতাস হৃদয়কে শীতল করে দেয়।

কিশোরগঞ্জের প্রশাসনিক অঞ্চলে ৩টি উপজেলা, ৮টি পৌরসভা এবং ০৮টি ইউনিয়ন রয়েছে। এরই মধ্যে মানুষের সাক্ষরতার হার মোট ৬৫.৩%।

কিশোরগঞ্জ জেলার মানুষ বৃক্ষ রোপন, মৌসুমী ফসল এবং ধান চাষের ক্ষেত্রে বেশ উদার। এ জেলার উদ্বৃত্ত খাদ্যের পরিমাণ প্রায় ৪,১১,৯৭২ মেট্রিক টন।

কিশোরগঞ্জ জেলা হাওর ও সমতল ভূমির হওয়ায় এ অঞ্চলটি প্রাণিসম্পদে সমৃদ্ধ। এই অঞ্চলের মানুষ মাংস ও ডিম ও দুধ উৎপাদনে অনেক এগিয়ে।

কিশোরগঞ্জে নদ-নদী, খাল, বিল অনেক বেশি। তাই মৎস চাষেও তারা সফল। কিশোরগঞ্জ হাওরের মিঠাপানির মাছের সুখ্যাতি রয়েছে সারা দেশজুড়েই।

কিশোরগঞ্জ হাওরের তাজা মাছ গুলো বিভিন্ন বাজারে পাওয়া যায়। তারমধ্যে উল্লেখযোগ্য – বালিখলা মাছ বাজার, চামড়া বন্দর ও ভৈরব বাজার ইত্যাদি।

তারপর এই মাছগুলোকে ঢাকা ও চট্টগ্রাম সহ সারাদেশের বিভিন্ন আড়ৎ ও ব্যবসায়ীদের কাছে সরবারহ করা হয়। অবাক করা তথ্য হলো, শুধু বালিখলা মাছ বাজার থেকেই প্রতিদিন প্রায় কোটি টাকার মাছ কেনাবেচা হয়।

শেষ কথাঃ

প্রিয় পাঠক, কিশোরগঞ্জের দর্শনীয় স্থান এবং কিশোরগঞ্জের বিখ্যাত খাবার সমূহকে উপস্থাপনের মাধ্যমে এই জেলাটির বিভিন্ন বৈশিষ্ট্য তুলে ধরার চেষ্টা করেছি।

আশাকরি আপনারা উপরোক্ত বিষয়গুলো জানার মাধ্যমে অবগত হতে পেরেছেন কিশোরগঞ্জ কিসের জন্য বিখ্যাত। তবে একথা সত্য যে, শুধুমাত্র দর্শনীয় স্থান এবং খাবারের জন্যই কিশোরগঞ্জ বিখ্যাত নয়। বরং আরও বিভিন্ন বৈশিষ্ট্য রয়েছে কিশোরগঞ্জের।

আপনি যদি কখনও কিশোরগঞ্জ ভ্রমণে আসতে চান, তবে অবশ্যই আমাদের ভ্রমণ গাইড গুলো ফলো করতে পারেন। আর আপনি যদি কিশোরগঞ্জেরই কৃতি সন্তান হয়ে থাকেন, তবে কিশোরগঞ্জ সম্পর্কে আরও তথ্য দিয়ে আমাদের সহযোগিতা করুন। সবাইকে ধন্যবাদ

IT Nirman

যত জ্ঞান-ধন করেছি অর্জন জীবনের প্রয়োজনে,
তার সবটুকুই বিলাতে চাই সৃষ্টির কল্যাণে।

2 comments

Your Header Sidebar area is currently empty. Hurry up and add some widgets.